গত বছর ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন ছাত্রলীগ থেকে অব্যবহিত পাওয়া সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সিনেটের সেই খালি হওয়া সদস্য পদে স্থলাভিষিক্ত হলেন ছাত্রলীগের ঢাবি সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এম) অনুযায়ী তাকে এই মনোনয়ন প্রদান করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে পাঁচজন বিশ্ববিদ্যালয় ছাত্র সদস্য হতে পারেন, কারা হবেন সেই পাঁচজন এটি ঠিক করেন ডাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। ডাকসুতে ছাত্রলীগ প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে সাদ্দাম হোসেন সিনেট সদস্য নির্বাচিত হলেও তিনি তখন বর্তমান ভিপি নূরুল হক নূরকে সদস্য পদটি ছেড়ে দেন।