প্রথমবারের মতো ঢাকা সিটি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার সকাল ৮টা থেকে চলছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকার দুই সিটিতে মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। প্রধানমন্ত্রী নৌকার প্রার্থী তাপসকে ভোট দিয়েছেন বলে জানান এবং দুই সিটিতে আওয়ামিলীগ মনোনীত মেয়র প্রার্থীদের জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লিগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফজলে নুর তাপস, তিনি প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে দোয়া নিতে দেখা যায়।

নৌকায় ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী 1

উল্লেখ্য, দক্ষিণে মেয়র পদে সাত প্রার্থী হলেন—বাংলাদেশ আওয়ামী লীগের শেখ ফজলে নুর তাপস (নৌকা), বিএনপির ইশরাক হোসেন (ধানের শীষ), জাতীয় পার্টি—জাপার মোহাম্মদ সাইফুদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান (হাতপাখা), এনপিপির বাহরানে সুলতান বাহার (আম), বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা (ডাব) ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন (মাছ)। দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ৭৫টি পদে ৩২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ২৫টি পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।