রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, “আগামী তিনদিনের মধ্যে উত্তরের পোস্টার সরানো হবে। লেমিনেটিং পোস্টারগুলো রিসাইকেল করা হবে।”
ইতিমধ্যেই পোস্টার ‘মুক্ত’ হতে শুরু করেছে ঢাকা। রবিবার দিনভর ঢাকা উত্তরের পরিচ্ছন্নতা কর্মীদের পোস্টার অপসারণে দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে রাজধানীর বনানীর ১৪ নম্বর রোডে দেখা গেলো দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পোস্টার অপসারণ শুরু করেন তিনি। এসময় আতিকুল ইসলাম বলেন-
“পোস্টার অপসারণ অবশ্যই সিটি করপোরেশন করবে, আমরা নিজেরা যদি করি তবে কাজটা দ্রুত শেষ হয়ে যাবে। আমরা সবাই পরিষ্কার আকাশ দেখতে চাই, অনুরোধ করব আমরা যদি যে যার পোস্টারগুলো নামিয়ে ফেলি তবে কাজটা তরান্বিত হবে।”



উল্লেখ্য, এক তারিখের নির্বাচনে ঢাকার দুই সিটি কর্পোরেশনেই জয়ী হয়েছে আওয়ামিলীগ। ডিএনসিসি নির্বাচনে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।