আপাতত একটি দুঃসংবাদ আছে দাঙ্গাবাজ আরএসএস এবং পনেরো কোটির একমাত্র স্বঘোষিত নেতার জন্য। গতকাল দিল্লিতে পাথর বৃষ্টিতে আটকে পড়া এক হিন্দু শিশুকে উদ্ধার করেছে মুসলিমেরা। তারা শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছে। শিশুটির মা সুনিতা অপরিচিত মুসলিমদের মঙ্গল কামনা করেছেন, প্রার্থনা করেছেন।

আপাতত একটি দুঃসংবাদ আছে কপিল মিশ্রার জন্য। দিল্লির বিরজিপুর এলাকায় হিন্দু মুসলিম একসাথে শান্তি মিছিল করেছে।

একটি দুঃসংবাদ আছে বিভেদকামীদের জন্য। দিল্লীর শীলমপুরে দলিতেরা মুসলিমদের নিরাপত্তার জন্য রাত পাহারা দিয়েছে। কোন ভাবেই আরএসএস হায়নারা যেন শিকার করতে না পারে। মুসলিমদের ঘরে আশ্রয় দিয়েছে। দিল্লীর একটি অংশে শিখেরা খুলে দিয়েছে গুরুদ্বার আশ্রয়হীন মুসলিমদের জন্য।

পূর্ব দিল্লীর যমুনা বিহার এলাকায় মানুষ জেগে উঠেছে। তাঁরা মানব বন্ধন তৈরি করেছেন শিশুদের জন্য।

আপাতত একটি দুঃসংবাদ আছে দাঙ্গাবাজ অমিত শাহের জন্য। হনুমান ভক্ত কেজরিওয়াল শান্তিবনে শান্তি ভিক্ষা করছেন। পুলিশ দাঙ্গায় মদত দিয়েছে। মসজিদ আক্রান্ত। মুসলিম আক্রান্ত, মানুষ আক্রান্ত। জ্বলছে, পুড়ছে আবার জেগে উঠছে মানুষ। মানুষ জানে ধ্বংসের সময় মানুষের পাশে মানুষ ছাড়া অন্য কেউ থাকে না।

লিখেছেন- তাপস দাস, পশ্চিমবঙ্গ, ভারত