নোভেল করোনাভাইরাসে চীনের হুবেই প্রবেশে বুধবার ২৪২ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে, এটিই করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ভয়ালতম দিন।
এর আগে হুবেই প্রদেশে সংক্রমণ পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু বুধবার আক্রান্তের সংখ্যায়ও ব্যাপক উল্লম্ফন দেখা গিয়েছে। এদিন নতুন আক্রান্ত হয়েছে ১৪, ৮৪০ জন।
একদিনে ২৪২ জন মৃতের নতুন এই সংখ্যা করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যাকে সাড়ে তেরোশ’র উপরে নিয়ে গেলো। আর মোট আক্রান্তের সর্বশেষ সংখ্যা দাঁড়ালো ৬০ হাজার জন। চীনে যত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তার ৮০%ই হুবেই প্রদেশে রয়েছে।



বিবিসি জানাচ্ছে, নতুন এই করোনাভাইরাস আক্রান্ত রোগীদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ বলে অভিহিত করেছে। উহানে বুধবার মারা যাওয়া ২৪২ জনের মধ্যে ১৩৫ জনই ছিলো নতুন এই সংজ্ঞার অধীনে কোভিড-১৯ আক্রান্ত। যার পূর্ণ রূপ হচ্ছে ‘করোনাভাইরাস রোগ ২০১৯’। প্রদেশটির নতুন আক্রান্ত ১৪,৮৪০ জনের মধ্যে ১৩,৩৩২ জনকেই নতুন সংজ্ঞার অধীনে সংক্রমিত বলা হচ্ছে।