শনিবার একদিনেই চীনে নতুন করে ২ হাজার ৫৯০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে গতকাল। ভ্রমণ নিষেধাজ্ঞা ও গণপরিবহন বন্ধ করেও এর দ্রুত বিস্তার ঠেকানো যাচ্ছে না।
একদিনে রেকর্ড পরিমাণ সংক্রমণে চীনে এখন আক্রান্তের মোট সংখ্যা ১৪ হাজারে পৌঁছে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার দিনশেষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে। এই তথ্য জানিয়েছে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি রোববার জানিয়েছে।
এছাড়াও অন্যান্য দেশগুলোর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা, এয়ারলাইন্সগুলো ফ্লাইট স্থগিত রাখা এবং বিভিন্ন সরকার তার নাগরিকদের সরিয়ে নেওয়ায় কার্যত পৃথিবী থেকে বিচ্ছিন্নতার মুখেই পড়ছে চীন, যার ফলে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির গতি শ্লথ হওয়ার।