চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে নতুন এ কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান হয় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক, সামজিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর প্রেসক্লবের সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বক্তব্যে অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সরকারে উন্নয়ন প্রাচারের বিষয়ে আলোকপাত করেন।