আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামিলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামিলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল। মনোনয়ন প্রাপ্তির খবরে চাঁদপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামিলীগের স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামিলীগের স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। যেখানে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর পৌরসভার মেয়র পদে মোঃ জিল্লুর রহমানকে মনোনীত করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন শিবিরের অভয়ারণ্য ছিলো, সে সময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। চাঁদপুরের তৃণমূলের ধারণা এ কারণেই বাংলাদেশ আওয়ামিলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তরুণ এই নেতার প্রতি আস্থা রেখে নৌকা তুলে দিয়েছেন।
উল্লেখ, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন ৬ জন। এরা ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া,তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু।
এসব নেতৃবৃন্দ ২৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। যাচাই-বাছাই শেষে আজ জিল্লুর রহমান জুয়েল মনোনয়ন পান।