চাঁদপুর জেলা ছাত্রলীগের পুরনো কমিটি মেয়াদোত্তীর্ন হওয়ায়, নতুন নেতৃত্ব ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকে স্বাক্ষর সম্বলিত এক ‘প্রেস বিজ্ঞপ্তি’তে মোঃ জহির উদ্দীন মিজিকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের নবগঠিত এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজ (৬ ফেব্রুয়ারী) কচুয়া উপজেলা ছাত্রলীগ আনন্দ র্যালি করেছে। র্যালি কচুয়া উপজেলা আওয়ামিলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কচুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় শ্লোগান দেয়া হয় ‘জহির-সাদ্দাম পরিষদ, সফল হোক, স্বার্থক হোক’। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজের নেতৃত্বে র্যালিতে অংশ নেয় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ কচুয়া উপজেলার অন্তর্গত ইউনিট সমূহের নেতাকর্মীরা।



উল্লেখ্য, অনুমোদনের তিন বছর পর বিলুপ্ত হওয়া চাঁদপুর জেলা ছাত্রলীগের কমিটির সভাপতি ছিলেন আতাউর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু। নবগঠিত কমিটির সভাপতি জহির উদ্দিন মিজি পূর্বের কমিটিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এর আগে জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড কমিটির আহবায়ক ছিলেন। অপরদিকে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন, সঙ্গে দায়িত্ব পালন করেছেন আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।