‘বসন্তের অপেক্ষায় থেকো না। মাতাল হতে আমার শহরে মদ বা বসন্ত লাগেনা। তুমি ফিরলেই চলে।’ – মলাট খুললে বইয়ের ভেতর পুরোটাই এমন প্রেমময় শব্দে ঠাসা। সেখানে আছে কতগুলো চিঠি, বিরহ কিংবা প্রবল মায়া যে চিঠির ভাষা। অমর একুশে বইমেলার প্রথমদিন থেকেই পাওয়া যাচ্ছে নৃ প্রকাশনী থেকে ছাপা বিমান ধরের লিখা প্রথম বই ‘ডাকবাক্সের খোঁজে’ প্রথম বইটি। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন অরূপ বাউল।

বিমান ধর বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রম্য আর হাস্যরসের কথাই লিখেন। রাষ্ট্র, রাজনীতি কিংবা সমাজ, বিমানের হাস্যরস থেকে বাদ যায়না কোন কিছুই। এই যেমন, নিজের লিখা বইয়ের সাথে পাঠককে জুড়ে দিয়ে ফেসবুকে লিখেছেন- “ডাকবাক্সের খোঁজে হাতে নিয়ে জনৈক পাঠক মুগ্ধ হলেন। তারপর তার ভ্রু কুঁচকে গেল। মুখ তুলে জিজ্ঞেস করলেন- বইয়ের নাম কোনটা, আর লেখকের নাম কোনটা?”

বই সম্পর্কে লেখক বিমান ধর জানালেন- ‘ডাকবাক্সের খোঁজে’ আসলে কিছু চিঠির সংকলন। যদিও প্রকাশক-সম্পাদকের ভাষায় তা নতুন ধরণের কবিতা। তাই একে পত্রকাব্য ক্যাটাগরিতে ফেলা হয়েছে। বইয়ের মূল উপজীব্য হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ। কালেভদ্রে দেখা হওয়া, অনেক দূরে থাকা প্রেমিকাকে কাছে পাওয়ার তৃষ্ণায় প্রেমিক লিখে চলেছে চিঠি। প্রকৃতি, সময়, আর রঙে খুঁজে চলেছে প্রিয়জনকে।’

‘নিজের লেখা নিয়ে আমি বরাবরই হীনমন্যতায় ভুগি। এই বইটি নিয়েও তাই উচ্ছ্বাস প্রকাশ করিনা। যার কাছে লেখা চিঠি, তার অনুরোধে প্রকাশ করতে যাওয়া। আর যারা পরে পাণ্ডুলিপি পড়েছেন, তারা প্রশংসা করেছেন।’ নিজের প্রকাশিত প্রথম বই, তবুও বিমান ধরের অনুভূতি এমনই সাদামাটা।

বিমান ধর এসেছেন 'ডাকবাক্সের খোঁজে' নিয়ে! 1
বিমান ধরের লিখা প্রথম বই ‘ডাকবাক্সের খোঁজে’। ছবি- অপরাজিতা নীল।

পত্রকাব্য বিষয়ক বই ‘ডাকবাক্সের খোঁজে’ পাওয়া যাবে বইমেলার নৃ প্রকাশনের ৩৮৪ নম্বর স্টলে। এছাড়াও পাওয়া যাবে বিবর্তন প্রকাশনীর স্টল, যেটির স্টল নং-৪৫৭। পাওয়া যাবে লিটিলম্যাগ চত্ত্বরে নৃ সাহিত্যপত্রের স্টলেও! বইমেলায় যাদের আসা হবে না, তারা চাইলে ডাকযোগেও পেতে পারেন। সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে Biman Dhar নামের ফেসবুকে পেজে, যোগাযোগ করতে পারেন 01872464602 নাম্বারে। আর এই দুই মাধ্যম থেকে কিনলে কুরিয়ারের টাকাও বেঁচে যাবে পাঠকের।