দেশের ক্রিড়া ইতিহাসে সবচেয়ে বড় কীর্তি গড়ে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল ফিরেছে সাউথ আফ্রিকা থেকে।
বিকেল পাঁচটার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যুবাদের বহনকারী বিমানটি। ভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিসিবি প্রধান সহ অন্যান্য কর্মকর্তার। এ সময় বিমানবন্দরের সামনে প্রচুর সমর্থক উপস্থিত হন বিশ্বজয়ী অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দেখতে।
ট্রফি নিয়ে দেশে ফেরা অনূর্ধ্ব-১৯ দলের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলো বিসিবির ‘World Champions’ লিখা বাসটি। বাসে করে বিসিবিতে যাবেন খেলোয়াড়েরা, সেখানে ‘রেড কার্পেট’- এ হেটে ঢুকবেন মিরপুরের হোম অফ ক্রিকেটে।