‘মন খারাপ করো না। সবকিছু জেনে যাবার বাইরে কিছুটা তো অজানা থেকেই যায়। যেমন আমাদের নিঃশ্বাসের রঙ।’- এক মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারের শেষটা এমনই নিদারুণ এক সংলাপে। স্ক্রিনে ভাসছে ধু বালুচর দিয়ে যাচ্ছেন এক যুবক, হাতে সুটকেস! শেষের মত গোটা টিজার জুড়েই কেমন রহস্যের গন্ধ- অয়নের কাছে নীরা রক্ত চাইছে, রক্তের গ্রুপ ‘সি নেগেটিভ’!

‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে গতকাল (৩০ জানুয়ারি)। রেড অক্টোবরের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে টিজারটি। টিজার শেয়ার করে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল তার ফেসবুকে লিখেছেন- “এটা একটা অগ্নিপরীক্ষার মত! এই প্রথম দর্শকের সামনে ঊনপঞ্চাশ বাতাস এর টিজার প্রকাশ করছি। দর্শক প্রতিক্রীয়া কী হয় সেটা জানার অপেক্ষায় রইলাম।”

'উনপঞ্চাশ বাতাস'- এর টিজারে ভাসছে রহস্যের গন্ধ! 1

ছোট পর্দার গুণী এই পরিচালকের এটিই প্রথম চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন তিনি। এমনকি ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা। আগামী ২৮ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

টিজারেই দর্শকের দারুণ আগ্রহ বাড়িয়েছে সিনেমাটি। সিনেমাটির প্রধান চরিত্র নীরা ও অয়নের, চরিত্র দুটিতে অভিনয় করতে দেখা যাবে শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে নির্মিত৷ প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

উনপঞ্চাশ বাতাস সিনেমার টিজার।