গত শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ দেয়া দশটি বাস ‘স্কুল বাস’ সার্ভিস হিসেবে উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনের মাত্র তিনদিন পর গতকাল (২৮ জানুয়ারি) দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘুরতে দেখা যায়। যেখানে সদ্য উদ্বোধন হওয়া স্কুল বাসে সাধারণ যাত্রী উঠতে দেখা যায়।
স্কুলে বাসে যাত্রী তোলার অপরাধে গতকালই সে বাসের চালক আব্দুর রহিমকে ‘সাময়িক বরখাস্ত’ সহ কারণ দর্শানোর নোটিশ করেছে চট্টগ্রাম বিআরটিসি। ম্যানেজার (অপারেশন) এম, জেড, রহমানের স্বাক্ষরিত প্রেস রিলিজে বলা হয়, স্টুডেন্ট বাস সার্ভিস বাস নং ০৭- এ টেকনিক্যাল নামক স্থানে সাধারণ যাত্রী বহন করেন অভিযুক্ত চালক। বাসে থাকা ক্যামেরার ফুটেজ থেকে তথ্য সংগ্রহ ও সাধারণ যাত্রী পরিবহনে পূর্ব নিষেধাজ্ঞার কথা লিখা হয় নোটিসে। তবে সাময়িক বরখাস্ত থাকাকালীন অবস্থায় বিধি মোতাবেক ঐ চালক খোরাকি ভাতা পাওয়ার কথাও উল্লেখ করা হয়।



উল্লেখ্য, শিক্ষার্থীরা এই স্কুল বাসে চট্টগ্রাম নগরীতে যেকোন দুরত্বে মাত্র পাঁচ টাকা ভাড়ায় চলাচল করতে পারবে৷ নিরাপদ সড়ক আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থী ও মহানগর ছাত্রলীগ স্কুলে বাসের দাবি জানায়। চট্টগ্রামে প্রথমবারের মতো এ সার্ভিস চালু থাকবে দুটি রুটে। যা চলবে অক্সিজেন থেকে আগ্রাবাদ এবং বহদ্দারহাট থেকে নিউমার্কেটে। প্রতিদিন স্কুল শুরু ও ছুটি হওয়ার পর মোট চার শিফটে ভোর ৬ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব বাস। প্রতিটি বাসে ৪টি করে সিসিটিভি ক্যামেরা থাকবে। বাসের সব কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।
আরও পড়ুন-