পূজার দিনে নির্বাচন নয়- এই দাবিতে আন্দোলনে থাকা জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক কাজল দাস ঘন্টাখানেক আগেও ফেসবুকে লিখেছেন- “হাতে পূজার নিমন্ত্রণ পত্রের বদলে ক্যানুলা, শিক্ষার্থীদের ঢল কি চোখে পড়ে না ইসি? অনশনের ৫৪ তম ঘণ্টা চলছে…”

শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলেছে ইসি, গণদাবীর মুখে পিছিয়েছে নির্বাচন। তুমুল বিতর্ক, সমালোচনা আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এগারো তারিখ থেকে চলা টানা আন্দোলনের মুখে অবশেষে সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

অবশেষে পিছিয়েছে নির্বাচন, খুলেছে স্যালাইনের ক্যানোলা! 1

সিটি নির্বাচনের তারিখ ১ ফেব্রুয়ারি দেয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী এখন এই পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি। পূর্ব ঘোষণা অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি।