কনকনে শীতে রাত একটায়ও রাজু ভাষ্কর্যের পাদদেশে দেখা মিললো আমরণ অনশণে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও শিক্ষককে। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সরস্বতী পূজার তিথি থাকায় নির্বাচন পেছানোর দাবিতে গত এগারো তারিখ থেকেই নিয়মিত কর্মসূচিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বুধবার পুলিশের বাঁধায় নির্বাচন কমিশম ঘেরাও না করতে পেরে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখান থেলেই বৃহস্পতিবারে কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি থেকে বিকালে আমরণ অনশনে বসছেন জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল দাস ও সাহিত্য সম্পাদক জয়জিৎ দত্ত সহ বেশ কয়েকজন আন্দোলনকারী। যোগ দেন শিক্ষকরাও। নির্বাচন পেছানো যায় কিনা- এ বিষয়ে ভেবে দেখার কথা জানাইয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণের আওয়ামীলীগ-বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থীরা।



এদিকে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানালেন, উত্তর সিটিতে ২৭ টি প্রতিষ্ঠানে এবং দক্ষিণ সিটিতে ২৬টি প্রতিষ্ঠানে পূজা হয়। যা মোট কেন্দ্রের ২ দশমিক ১৫ শতাংশ। তিনি আরও বলেন, ‘পূজা হলো ২৯ জানুয়ারি। নির্বাচন হবে ৩০ জানুয়ারি। কোনো দ্বন্দ্ব নেই।’