নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও সিনিয়র সচিব মোঃ আলমগীর।
আওয়ামীলীগের প্রতিনিধি দলে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ সহ অন্য নেতারা।