এগারো তারিখ থেকে ঢাকার দুই সিটি নির্বাচন পিছানোর আন্দোলনে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ৫৬ ঘন্টা ছিলো আমরণ অনশনে, তাতে অসুস্থ হয়ে অন্তত ৯ জন। বিজয় এসেছে, শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নিয়েছে নির্বাচন কমিশন।
শুরু থেকেই এই দাবির পক্ষে জোড়ালো অবস্থান ছিলো ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোড়ালো বক্তব্য রেখেছেন কয়েক দফায়। বলিষ্ঠ কন্ঠে বলেছেন- ‘পূজার দিনে নির্বাচন হবে না, এটাই সাইন্স। আমাদের হাইকোর্টে দেখাবেন না। দাবি কিভাবে আদায় করতে হয়, আমাদের তা জানা আছে।’



নির্বাচন পেছানোর খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের। সাদ্দাম হোসেন লিখেছেন-
“এই বিজয় আমাদের, এই বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এ ক্যাম্পাসের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দর্শন এবং বঙ্গবন্ধুতনয়ার ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই মূলনীতিকে বাতিঘর করে যুগে যুগে পথ দেখিয়ে চলেছে আমাদের প্রিয় মাতৃভূমিকে। এটি শুধু এবারের নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বার্তা দিতে চেয়েছে; সে বার্তা ভবিষ্যতের জন্য যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মনুষ্যত্বের অপমান হয়- এরকম সিদ্ধান্তের সমাপ্তি টানতেই হবে। ‘আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু’- এই গানের সুরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে অবিরত বেজে চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”