কানাডা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, মালেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম এবং বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক যাওয়া দেশ নেপালেও করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে আগেই। এবার ভারতের পশ্চিমবঙ্গে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ২৪ ঘণ্টার করা এক প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকটি দেশ সফর শেষে কলকাতায় ফেরা ওই চীনা নারীকে রবিবার রাতে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ বলছে, চীনা ঐ নাগরিকের নাম জো হুয়ামিন। ২৮ বছর বয়সী ওই নারী ছয় মাস আগে ভ্রমণে বেরিয়েছিলেন। নামিবিয়া, মরিসাস, মাদাগাস্কার হয়ে গত ২৪ জানুয়ারি ভারতে ফেরেন তিনি। এরপরই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে তাকে বেলেঘাটা হাসপাতালে স্থানান্তর করা হয়।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া নতুন করোনা ভাইরাসটি ইতোমধ্যেই সে দেশের রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। চীনে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২০০০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮০ জনের বেশী রোগীর।

আরও পড়ুন-