অতিসম্প্রতি করোনাভাইরাস আতংকে গোটা বিশ্ব।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়ানো ভাইরাসটি ইতিমধ্যেই ছড়িয়েছে বারোটি দেশে। উহান শহরে আটকা পড়েছে কয়েকশো বাংলাদেশী শিক্ষার্থী, যারা ইতিমধ্যেই দেশে ফেরার আকুল আবেদন জানিয়েছেন।
এ অবস্থায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনে অবস্থানরত বাংলাদেশীদের বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার কথা বলে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেন। পোষ্টে প্রতিমন্ত্রী লিখেছেন-
“বেইজিংয়ে আমাদের এম্বেসিতে হটলাইন খোলা হয়েছে (86)-17801116005। আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশীদের করা ২৪৫ সদস্যের We Chat গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে Wuhan শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে।”
উল্লেখ্য, কানাডা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, মালেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম এবং বাংলাদেশের প্রচুর পর্যটক যাওয়া দেশ নেপালেও করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। চীনে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬১০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের।
আরও পড়ুন- করোনাভাইরাস; সংক্রমণের কেন্দ্রস্থল থেকে ৫০০ বাংলাদেশীর দেশে ফেরার আকুতি…