আনিসুল হকের মৃত্যুজনিত কারণে হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী হিসেবে লড়ে জয়ী হয়েছিলেন আতিকুল ইসলাম৷ জয়ী হয়ে দায়িত্ব পালন করেছেন নয় মাস, এবারও সিটি নির্বাচনে দল ভরসা রেখেছে আতিকের উপর। আবারও মেয়রপ্রার্থী হিসেবে ঢাকা উত্তরের জন্য মনোনীত করেছেন তাকে।

উত্তরের এই মেয়রপ্রার্থী ইতিমধ্যেই সমর্থন পেয়েছেন সম্বলিত ব্যবসায়ী নেতাদের। তার পক্ষে নির্বাচনী প্রচারণায় দেখা মিলছে অভিনেতা-অভীনেত্রী ও নির্মাতারাও। বিজ্ঞাপন ও ছোটপর্দার নির্মাতা, ডিরেক্টরস গিল্ডের প্রকাশনা সম্পাদক, পিকলু চৌধুরী ভোট চাইতে গিয়ে বয়োজ্যেষ্ঠ এক ভোটারের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক টাইমলাইনে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন-

“নৌকার জন্য ভোট চাইতে হয় নাকি, এই মার্কায় ৭০ এ ভোট দিছি, দেশের জন্য যুদ্ধ হইছে এই মার্কার নেতৃত্বে। ভোট শেখের বেটির নৌকাতেই দিবো বাবা।

আজকে ভোট চাইতে গিয়েছিলাম নৌকার পক্ষে। চাচার কাছে ভোট চাওয়ার পরে চাচার এই উত্তর শুনে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অনেক বেশী গর্ববোধ হচ্ছে। এই দেশের সাধারণ মানুষের অংশগ্রহণে স্বাধীন হয়েছে বাংলাদেশ। তারাই বাংলাদেশকে, নৌকাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে…”

উল্লেখ্য, আগামী পহেলা ফেব্রুয়ারি ঢাকা দুই সিটিতে নির্বাচন। ভোটের মাঠে আওয়ামিলীগ-বিএনপি দুই দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন সাধারণ ভোটারেরা।