গত রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারের সময় টিকাটুলিতে সংঘর্ষের ঘটনা ঘটে, দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দুই দলই হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

সংঘর্ষের পর ঘটনাস্থলে অবস্থান করা একজন পুলিশ সদস্যকে একটি বেসরকারি টিভি একাত্তুরের সাংবাদিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। পরিস্থিতি জানাতে গিয়ে সে পুলিশ সদস্যর ‘আমাদের পার্টি’ বলে দেয়া বক্তব্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। পরিস্থিতি এখন কেমন? এই প্রশ্নে সাংবাদিককে সে পুলিশ সদস্য বলেন-

‘পরিস্থিতি এখন নরমাল, নরমাল, নরমাল… আছে। এখন ইশরাকের (ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী) যে পার্টি আছে.. চলে গেছে তাদের মতিঝিল এলাকায়, আর আমাদের যে পার্টি (আ.লীগ)… ওরা আছে, সেন্ট্রাল উইমেন্সের (সেন্ট্রাল উইমেন কলেজ) সামনে আছে।’

ঘটনা নিয়ে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে সাংবাদিকদের তিনি ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান বলে পরিচয় দেন। তার এ বক্তব্যে আপত্তি জানিয়ে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ভিডিওর ক্যাপশনে ইশরাক লেখেন, ‘এই পুলিশ সদস্য কোন পার্টি করে?’

পুলিশ সদস্যের এমন বক্তব্য নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সমালোচকরা বলছে, পুলিশের আবারও পার্টি আছে নাকি? আবার কেউ কেউ বলছেন, পুলিশের পার্টি কোনটা…?

উল্লেখ্য, সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ারী থানায় একটি মামলা করা হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মামলা করতে গেলেও থানা থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে দলটি।